ফের ‘মার্চ টু সেক্রেটারিয়েট’ কর্মসূচি শিক্ষকদের
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১৬তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আবারও মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করবেন তারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি।
এ শিক্ষক নেতা জানান, ‘আজ ১৬ দিন ধরে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা আমাদের খোঁজ নিতে আসেনি। পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেছে। আমাদের সহযোদ্ধারা আহত হয়েছেন। তবুও সরকারের ঘুম ভাঙছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি।’
এর আগে গতকাল বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। দুপুরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।