১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
আগামীকালের মধ্যে মাউশি ডিজির পদত্যাগে আল্টিমেটাম
আগামীকাল বৃহস্পতিবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের অপসারণে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এই সময়ের মধ্যে মাউশি ডিজির অপসারণ না হলে আগামী রবিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানান বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া।
তিনি বলেন, মাউশির বর্তমান ডিজি আওয়ামী লীগের দোসর। এমন একজনকে কোনোভাবেই মাউশির মতো জায়গায় রাখার এখতিয়ার সরকারের নেই। আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আমাদের দাবি আদায় না হলে আগামী রবিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিস্তারিত আসছে....