নারী শিক্ষার্থীদের সহায়ক পরিবেশ প্রতিষ্ঠায় জবি শিবিরের ৭ দফা দাবি
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদান প্রসঙ্গে প্রশাসনের কাছে ৭ দফার লিখিত স্বারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এতে নারীদের জন্য আলাদা আলাদা ভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আবেদন জানানো হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালটির শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম স্বাক্ষরিত এক স্বারকলিপিতে উপাচার্য বরাবর এসব দাবি জানানো হয়।
স্বারকলিপিতে বলা হয়, ছাত্রকল্যাণ দপ্তরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে। আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাযের স্থান বরাদ্দ করতে হবে। (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বিদের জন্যও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাযের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে।
স্বারকলিপিতে আরও বলা হয়, ক্যাম্পাসে (বিভাগের বাহিরে সার্বক্ষণিক প্রবেশাধিকার আছে এমন স্থানে) নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে। আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করনে চিকিৎসক নিয়োগ দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।