০৭ এপ্রিল ২০২৫, ১২:১৩

ইউ-গো’র গ্লোবাল সম্মেলনে মেরিটাইম ইউনিভার্সিটির নূরজাহান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী নূরজাহান ইউ-গো’র গ্লোবাল সম্মেলনে বক্তব্য দিচ্ছেন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী নূরজাহান জাগো ওমেন স্কলারশিপের মাধ্যমে  ভিয়েতনামে ‘U-GO Global Strategy, Partners, and Scholars Meeting’-এ অংশ নিয়েছেন। ভিয়েতনামের দানাং শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৩ এপ্রিল শুরু হওয়া আন্তর্জাতিক এ সম্মেলন চলবে আজ সোমবার (৭ এপ্রিল) পর্যন্ত।

ইউ-গো ইনিশিয়েটিভের অধীনে পরিচালিত স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে নূরজাহান এ সম্মেলনের জন্য নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপ পেয়ে থাকেন, যা বাংলাদেশে বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন। এ স্কলারশিপের আওতায় তিনি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী নারী শিক্ষার্থীদের সঙ্গে একত্রে এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

হায়াত রিজেন্সি, দানাং-এর এই সম্মেলনে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মজীবনের প্রস্তুতি নিয়ে নানা ধরনের কর্মশালায় অংশ নিচ্ছেন। পাশাপাশি তারা নিজেদের দেশের সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করছেন। এছাড়াও ইউ-গো’র বোর্ড অফ ডিরেক্টর, স্পন্সরসহ দেশ বরেণ্য এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ পেয়েছেন তিনি।

নূরজাহানের সঙ্গে এ সম্মেলনে বাংলাদেশ থেকে আরো অংশ নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ প্রাপ্তি। এছাড়া ৯টি দেশ থেকে ২২ জন স্কলার এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার আগে সর্বশেষ প্রস্তুতিতে কী করবেন?

নূরজাহান বলেন, ‘এটা আমার প্রথম বিদেশ ভ্রমণ, যেখানে গ্লোবাল নেটওয়ার্কিং এবং দানাং-এর সৌন্দর্য উপভোগ করার সুবর্ণ সুযোগ পেয়েছি। এই সামিটে আমি বিশ্বসেরা প্রতিনিধিদের থেকে পড়াশোনা এবং ক্যারিয়ার গাইডলাইন পাওয়ার সুযোগ পেয়েছি। আমি আরো বিশদভাবে অনুধাবন করতে পেরেছি যে, Education changes everything! দেশ থেকে হাজার কিলোমিটার দূরে বিশ্ব বরেণ্য ব্যক্তিদের সামনে আমার জীবনের গল্প নিয়ে বক্তব্য দেওয়ার অংশটি ছিল সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’

তিনি বলেন, ‘এ সম্মেলনে অন্যান্য দেশের স্কলার এবং ইউগো পার্টনারদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমি বিভিন্ন দেশের সাংস্কৃতিক ভিন্নতা ও তাদের বৈচিত্র্য সম্পর্কে আরো ভালোভাবে জানতে পেরেছি। ইউগো এবং জাগো ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য।’

উল্লেখ্য, ইউ-গো’র অর্থায়নে জাগো ফাউন্ডেশন বর্তমানে ৫৫৩ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে স্কলারশিপ দিচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ থেকে এ দুইজন শিক্ষার্থী ভিয়েতনামের সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।