০৮ মার্চ ২০২৫, ১৬:২৯

দেশসেরা ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন জেরিনের

রিজওয়ানা ইসলাম জেরিন

ফ্রিল্যান্সিংকে বলা হয় মুক্ত পেশা, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার নিজের স্বাধীনমতো যখন ইচ্ছা কাজ করতে পারেন। ধরাবাধা কোনো নিয়ম নেই। যে কারণে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রচুর জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, বিশেষ করে স্বাধীনচেতা তরুণ-তরুণীদের কাছে। ফলে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি না পেরোতেই অনেকে হয়ে ওঠেন প্রফেশনাল।

এমনই একজন তরুণী সিলেটের রিজওয়ানা ইসলাম জেরিন। তিনি সিলেট এমসি কলেজের স্নাতক প্রথম বর্ষ রসায়ন বিভাগের শিক্ষার্থী। স্কুল জীবনে পঞ্চম শ্রেণিতে থাকতেই কম্পিউটারের সঙ্গে পরিচয় জেরিনের। বিজ্ঞান বিভাগের মেধাবী  শিক্ষার্থী জেরিন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তার সরকারি চাকরিজীবী বাবার অনুপ্রেরণায় ফ্রিল্যান্সিং শুরু করেন। 

সিলেটের ভোলানন্দ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে তিন মাসব্যাপী ই-লার্নিং-আর্নিং লিমিটেড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন ট্রেইনার জাহিদুল ইসলাম শাওনের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং সরকারি এই কোর্সই জেরিনের ফ্রিল্যান্সার হয়ে ওঠার হাতেখড়ি।

আরও পড়ুন: সাবেক শিক্ষার্থী মুগ্ধকে স্মরণীয় করে রাখতে খুবিতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন

রিজওয়ানা ইসলাম জেরিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি এখনো অনেক কিছু শিখছি। এটা এমন একটি কাজ, এখানে যারা নতুন  শিখতে আসবে, তাদের দ্বারা এই শিখার মধ্যে থেকেও উপার্জন করা সম্ভব। এই পেশায় বর্তমানে ভালো আয় করছি।’ ফ্রিল্যান্সিংকে চমৎকার পেশা উল্লেখ করে তিনি তার মত তরুণদের এই সম্ভবনাময় পেশায় আসার আহ্বান জানান। তিনি বলেন, অনেকে আছেন বাসার বাইরে কাজ করতে চান না, সামাজিক, পারিবারিক বা ধর্মীয় কারণে তারা ফ্রিল্যান্সিংকে মূল পেশা হিসেবে নিলে তার আয় ও হলো,পাশাপাশি সব দিক রক্ষা হলো। এ ছাড়া যারা কারও অধীনে চাকরি করতে চান না কিংবা ব্যবসা করতে চান না তারা এটাকে মূল পেশা হিসেবে নিতে পারেন।

ফ্রিল্যান্সিংয়ে  ঝুঁকি কেমন এই প্রশ্নের জবাবে জেরিন বলেন, ‘স্ক্যামিং হচ্ছে বড় ঝুঁকি। অনেকে ফ্রিল্যান্সারদের সঙ্গে প্রতারণা করেন। যেমন কেউ কেউ  কাজ শেষে পেমেন্ট করেন না। সে ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট না নিয়ে থাকলে কিছু আর করারও থাকে না। বেশির ভাগ ক্ষেত্রে অনলাইনভিত্তিক এসব গ্রাহক বিদেশি হওয়ায় আইনিভাবেও কোনো সহায়তা পাওয়া যায় না।

আরও পড়ুন: হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুবির ২ শিক্ষার্থীর নামে মামলা

বাংলাদেশের জন্য এই পেশা অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে জেরিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে আরও বলেন, ‘দেশে কর্মক্ষম মানুষের তুলনায় সরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সীমিত। বিপুলসংখ্যক এই কর্মক্ষম জনশক্তিকে সম্ভাবনাময় শ্রমশক্তি বলা হয়। কিন্তু আমাদের দেশে উপযুক্ত কাজের অভাবে অপচয় হচ্ছে সম্ভাবনাময় জনশক্তি। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো একটি মাধ্যম যেখানে আমি আমার স্কিলকে কাজে লাগিয়ে দেশে বসে বিদেশের ক্লায়েন্টের প্রয়োজনমত কাজ করতে পারছি। এতে দেশের উপকার হচ্ছে।’ 

ভবিষ্যতে একজন বড় ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখেন জেরিন।