০৭ মার্চ ২০২৫, ০১:২৬

অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর হাতে দমন: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরাজিত ফ্যাসিবাদীরা দোসরদের নিয়ে মানুষের জীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছোটখাটো ইস্যুতে তারা জনগণকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যড়যন্ত্র করছে। অস্থিতিশীল পরিবেশ তৈরিতে উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়াম ও কুমারখালীতে তার নামে মসজিদের সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আবরাহ ফাহাদ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ শুধু একটা নাম না, তিনি আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগের পথ ধরেই এসেছে জুলাই গণঅভ্যুত্থান। এ গণঅভ্যুত্থানে তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার থেকে। এ জন্য আগ্রাসনবিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকবেন শহীদ আবরার ফাহাদ।