ঢাবির জিয়া হলে শিক্ষার্থীদের নিয়ে ইফতার ছাত্রদলের
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ৫ম রমজানে ঢাবি শাখার কর্মসূচির অংশ হিসেবে হল প্রাঙ্গণে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক, উবাইদুল্লাহ রিদোয়ানসহ অর্ধশত নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা
শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন বলেন, আমাদের এই ইফতার আয়োজন শাখা ছাত্রদলের একটি ধারাবাহিক প্রোগ্রাম। হলের সিনিয়র-জুনিয়রদের সঙ্গে ইফতার করার মুহূর্তটা অন্যরকম কাজ করছে। একটু প্রশান্তির ছোঁয়া পাওয়ারও প্রচেষ্টা। কারণ, আমাদের সব সুখে-দুঃখে পরিবারকে যেমন পাশে পাই, তেমনই ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ছোঁয়া পাই।