০৬ মার্চ ২০২৫, ১৫:৪৩

নর্থ সাউথের সামনে হামলার ঘটনায় ছাত্রদলের কোনো দোষ নেই: আহত শিক্ষার্থী

হামলায় আহত শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কোনা দোষ নেই বলে মন্তব্য করেছেন হামলায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮নং গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

মুশতাক বলেন,  গতকালের ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আহমেদ শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয়। তবে ঘটনার সময় এনএসইউ ছাত্রদলের কেউ সেখানে ছিলেন না।   

তিনি বলেন, ‘আমি মনে করি গতকালের ঘটনায় ছাত্রদলের কোনো দোষ নেই। ব্যক্তির অপকর্মের দায় কখনো সংগঠনের হতে পারে না। আমাকে ছুরিকাঘাত করা আহমেদ শাকিল ছাত্রদলের নেতা হতে পারে না, সে সন্ত্রাসী। আমি কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানাব, শাকিলের দায় আপনারা নেবেন না।’

হামলার ঘটনায় ভাটারা থানার ওসি মামলা নেয়নি জানিয়ে আহত এই শিক্ষার্থী বলেন, ‘গতকাল ভাটারা থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা যখন মামলা করতে গিয়েছিল তখন সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল। সে বলেছিল এমন মামলা তার নামে অনেক হয়েছে, এতে তার কিছু যায় আসে না। পরে ভাটারা থানার ওসি আমার শুভাকাঙ্ক্ষীদের মামলাটি নেয়নি। থানা থেকে বলা হয়েছে, তাদের ওপর থেকে নির্দেশ আছে যে কারণে মামলা নিতে পারবে না। আমি মনে করি ছাত্রলীগ এখন না থাকলেও তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে ঝামেলা করার চেষ্টা করছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের বিক্ষোভ ও মানববন্ধন করার কথা ছিল। তবে রোজার দিন হওয়ায় এবং মানুষের ভোগান্তি হবে এই কথা বিবেচনা করে আমরা এই কর্মসূচি পালন করছি না। তবে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে এ ঘটনায় মামলা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।’