কর্মী সম্মেলন চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, পথচারীসহ আহত ৫
চাঁদপুর সরকারী কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় এ ঘটনায় গুরুতর আহত এক পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে।
জানা যায়, শনিবার বিকেলে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সব কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার ফরম বিতরণ ও কর্মী সম্মেলন চলাকালে চাঁদপুর সরকারী কলেজ কমিটিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ জানায়, শহরের রহমতপুর আবাসিক এলাকার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীর গ্রুপ এবং গুয়াখোলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী শাহ আলম বেপারীকে (৪০) কুপিয়ে ডান পা ও বাম হাতে আঘাত করা হয়।
চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। শহরে পুলিশি টহল বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সুফিয়ান, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল ও মাহমুদুল হাসান।