‘গণভবনে কে যাবেন তা বাংলাদেশ ঠিক করবে, ভারত নয়’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

গণভবনে কে যাবে তা বাংলাদেশ ঠিক করবে, ভারত নয়। সংসদে কারা বসবে তা নির্ধারণ করবে জনগণ বলে জানান ‘জাতীয় নাগরিক পার্টি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বিডিয়ার হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছে, দিনের ভোট রাতে করার সংস্কৃতি চালু হয়েছে। ডামি নির্বাচন দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করা হয়েছে।
তিনি বলেন, দেড় দশকে আমরা একটি জাতি হিসেবে দাঁড়াতে পারিনি, বরং ইচ্ছাকৃতভাবে বিভাজনের রাজনীতি টিকিয়ে রাখা হয়েছে। পরিবারতন্ত্রের রাজনীতি কবরস্থ হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে, শুধু বংশপরিচয় দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না।কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, যোগ্যতাই হবে নেতৃত্বের মাপকাঠি।
তিনি আরও বলেন, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, সুশাসন নিশ্চিত করা যায়নি, স্বাধীন পুলিশ-প্রশাসন, কার্যকর বিচার বিভাগ, ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করা সম্ভব হয়নি। স্বাধীনতার এত বছর পরেও তরুণ প্রজন্মের সামনে একটি কার্যকর প্রতিষ্ঠান নেই। নতুন রাজনৈতিক দলটি প্রতিশ্রুতি দিচ্ছে, তারা এই প্রতিষ্ঠানগুলো কার্যকর করবে, বিভাজনের রাজনীতির উর্ধ্বে উঠে একতার রাজনীতি প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্রকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।
হাসনাত বলেন, আমাদের বিদেশের সঙ্গে বন্ধুত্ব থাকবে, কিন্তু কোনো বিদেশি প্রেসক্রিপশনের শাসন আমরা মানবো না। দেশের তরুণদের আত্মত্যাগের চেতনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। প্রবীণ রাজনীতিবিদদের অভিজ্ঞতা আর তরুণদের তেজোদ্দীপ্ত নেতৃত্বের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।