‘সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে’

সমন্বয়ক মাহিন সরকার
সমন্বয়ক মাহিন সরকার

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের নিহতদের, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন রাজনৈতিক দল ঘোষণার এ আয়োজনে ব্যাপক জনসমাগম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা, সাধারণ নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এতে অংশ নেন। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি মনে করে, শহীদদের স্বপ্ন ও আহতদের চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক পক্ষ-বিপক্ষ, ভিন্ন মতাদর্শের মানুষ আছেন। সাময়িক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটিই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। মতের ভিন্নতা থাকলেও, দেশের স্বার্থের ক্ষেত্রে বিভাজন চলবে না। জাতীয় নাগরিক পার্টি এই ঐক্য রক্ষায় সামনে থেকে ভূমিকা পালন করবে।’


সর্বশেষ সংবাদ