২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮

নতুন রাজনৈতিক দল হবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও টিক্কা-ভুট্টো চক্রের ষড়যন্ত্র বিরোধী

এস এম ফরহাদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যোগ দিচ্ছেন ছাত্র-তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলে। নাহিদের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, আশা করছি নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন দল নতুন দল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও টিক্কা-ভুট্টো চক্রের ষড়যন্ত্র বিরোধী হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।  

স্ট্যাটাসে এস এম ফরহাদ লেখেন, দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম রাজপথে ফিরে এসেছেন। নাহিদকে মোবারকবাদ জানাচ্ছি। নাহিদ ভাই সামনে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবে। সেজন্যও নাহিদ ভাইকে আগাম মোবারকবাদ।

তিনি আশা প্রকাশ করে বলেন, আশা করছি নতুন দল ভারতীয় আধিপত্যবাদবিরোধী ও টিক্কা-ভুট্টো চক্রের ষড়যন্ত্রবিরোধী হবে। খুন-ধর্ষণ ও ছিনতাই-চাঁদাবাজির সাথে যুক্ত পুরানা ফ্যাসিবাদী বন্দোবস্তের দালালদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। এবং দলটি ইনক্লুসিভ হবে এমনটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে গণতান্ত্রিক ছাত্রশক্তি ছাড়াও আরও অন্যান্য ছাত্রসংঠন অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে। আফসোসের বিষয় হচ্ছে সরকার গঠনের সময় ছাত্রশক্তি ছাড়া অন্যান্য ছাত্রসংগঠন থেকে কোন প্রতিনিধি নেওয়া হয় নাই। আশা করছি উপদেষ্টা পরিষদে সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিতের মাধ্যমে সার্বজনীন সরকার গঠনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।