২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

নিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগে জবি ছাত্র অধিকারের ৪ দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিতে ৪ দাবি জানিয়েছে জবি শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষ। আজ বৃহস্পতিবার (২৩) জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. রেজাউল করিমের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন তারা।  

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক নিয়োগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৪ দাবি উপস্থাপন করা হলো-

এক. নিজস্ব মেধা ও অভিজ্ঞতা-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানের উন্নতি হবে।

দুই. অর্থনৈতিক সাশ্রয়-নিজস্ব শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে আর্থিক দিক থেকে সাশ্রয়ী হবে এবং বহিরাগত নিয়োগের চেয়ে কার্যকর সমাধান হবে।

তিন. বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা-প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও প্রয়োজন সম্পর্কে বেশি অবগত। তারা দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।

চার. গবেষণা ও উন্নয়ন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের গবেষণামূলক জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।