ছাত্রদল কর্মীর পা বাঁধা, হাত ভাঙা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

নিহত রাব্বি হাওলাদার
নিহত রাব্বি হাওলাদার

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের চার দিন পর ছাত্রদল কর্মী রাব্বি হাওলাদারের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পা বাঁধা, হাত ভাঙা এবং দুই চোখ উপড়ানো ছিল। পরিবারের দাবি, রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে নিখোঁজ হন রাব্বি। বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার পূর্ব রহমতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাব্বি হাওলাদার (১৮) বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে এবং বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমানের ছোট ভাই। রাব্বি নিজেও ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে এবার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শনিবার রাতে তিনি নিখোঁজ হওয়ার পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল তার পরিবার। বুধবার সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে পাঠিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ‘নিহত রাব্বির পা বাঁধা, হাত ভাঙা এবং দুই চোখ উপড়ানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পূর্ব বিরোধের জেরে হত্যার পর মরদেহ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতের কোনো এক সময় রহমতপুর-মোহনগঞ্জ সড়কে একটি পরিত্যক্ত গোডাউনের পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’


সর্বশেষ সংবাদ