বাস মালিকদের সাথে শিক্ষার্থীদের বৈঠকের খবরটি সঠিক নয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিবহণ মালিকদের কোনো মতবিনিময় সভা নেই বলে জানিয়েছেন সমন্বয়ক হাসিব আল ইসলাম। বুধবার (২১ আগস্ট) তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আজ সন্ধ্যা ৬টা বাস পরিবহণ মালিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একটি সভার চেষ্টা করা হয়েছে শিক্ষার্থীদের পরিচয়ে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এটি অস্বীকার করেছেন।
আরও পড়ুন: পরীক্ষা বাতিলে উদ্বেগ, নতুন কর্মসূচি নয়—বিবৃতি নটর ডেমের শিক্ষার্থীদের
সমন্বয়ক হাসিব আল ইসলাম জানিয়েছেন, ইসমাইল সম্রাট নামের এক ব্যক্তি নিজেকে সমন্বয়ক পরিচয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেছে। তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা নেই।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এমন কাজ করায় ইসমাইল সম্রাট নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।