০১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৭

হাফেজদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

হাফেজদের কম্বল বিতরণ

মাদ্রাসার হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার উত্তরা আজমপুর জামিয়া মুহিউস সুন্নাহ ও এতিমখানার ১২০ জন হাফেজকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়। ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে কম্বল পৌঁছে দেয়া হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এর আগে গত ১১ ডিসেম্বর এই মাদ্রাসার ১০৫ জন এতিম হাফেজ শিক্ষার্থীকে ছাত্রলীগের পক্ষ থেকে মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করানো হয়। এতে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায় ছাত্রলীগ

ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমরা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের কম্বল দিয়েছি। আরো বেশ কিছু মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর উপহার কম্বল পৌঁছে দেব।