সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ করল ইসিবি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালিত প্রতিযোগিতায় বোলিং করতে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আম্পায়াররা সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে বোলিং করার সময় তার অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছিলেন। পরে লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ বলে চিহ্নিত হয়।
সাকিবকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে আবার স্বাধীন পরীক্ষা দিতে হবে, যেখানে তার কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির মধ্যে থাকতে হবে। ইসিবি আনুষ্ঠানিকভাবে ১০ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যেদিন তারা লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল পায়।
গত সেপ্টেম্বরে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টনটনে খেলতে নেমেছিলেন শাকিব, যেখানে তিনি ৯টি উইকেট নেন। এটি ছিল ২০১০-১১ মৌসুমের পর তার প্রথম কাউন্টি ম্যাচ।