ঘুষ নেওয়ার অভিযোগে কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ PM

চীনের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লি টাই। খেলোয়াড়ি জীবনে তিনি এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবে খেলেছেন। যতটা উজ্জ্বল ছিলেন ফুটবলার লি টাই, ততটাই অন্ধকার তার মাঠের বাইরের জীবন। ম্যাচ পাতানো, ঘুষ আদান-প্রদান, অর্থের বিনিময়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় লি টাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত।
লি টাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২২ সালের নভেম্বর থেকে। ৪৭ বছর বয়সী কিংবদন্তি এই ফুটবলার গত মার্চে আদালতে হাজির হয়ে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি। গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ কোটি ৯৪ লাখ টাকা) বেশি ঘুষ নেওয়ার অপরাধ স্বীকার করে দোষী সাব্যস্ত হন লি টাই।
আরও পড়ুন: সৌদি বিশ্বকাপ হবে সর্বকালের সেরা: রোনালদো
লি টাই ছাড়াও চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) তিন সদস্যকে ঘুষের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। লি টাইয়ের দুর্নীতি নিয়ে বানানো এক তথ্যচিত্রে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।’