২৩ নভেম্বর ২০২২, ২১:০৫

আর্জেন্টিনা সমর্থকদের পিটুনিতে হাসপাতালে ৫ ব্রাজিল সমর্থক

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় আহত দুই ব্রাজিল সমর্থক

আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ ব্রাজিল সমর্থক। মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের পর গোপালগঞ্জের নবীনবাগ মার্কাস মহল্লায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে সন্ধ্যায় নবীনবাগ মার্কাস মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হন।

আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদ্দারের ছেলে সুব্রত জমাদ্দার এবং অরুন জমাদ্দারের ছেলে আশিক জমাদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কাতারে দ্বিতীয় অঘটন, এবার জাপানের কাছে ধরাশয়ী জার্মানি

সুব্রত জমাদ্দার বলেন, মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার খেলা শেষে আমরা কলোনির সামনের একটি দোকান চা খেতে যাই। সেখানে আমরা খেলা নিয়ে আলোচনা করছিলাম। তখন আর্জেন্টিনার সমর্থক সাগর জমাদ্দার ও অন্তর জমাদ্দারের গায়ে পড়ে আমাদের সঙ্গে ঝগড়া বাধায়। এক পর্যায়ে ওরা বেশ কয়েকজন আমাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে আমরা ৫ ব্রাজিল সমর্থক আহত হই।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকদের কটুক্তি করে। পরে এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’দলের সমর্থকদের মর্ধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।