০১ মার্চ ২০২৫, ১৮:৫৩

সম্পূর্ণ বিনা মূল্যে কাজাখস্তানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন কুমিল্লার মামুন

ফুল-ফ্রি স্কলারশিপে কাজাখস্তানের সাতবায়েভ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে স্নাতকে পড়াশোনা করছেন কুমিল্লার মামুন

বিকশিত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনার কারণে দিন দিন বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষায় অনেক শিক্ষার্থী এই পথে এগিয়ে চলছেন। এমনই একজন শিক্ষার্থী মো. মামুন। 

শিক্ষাজীবনে মামুন আল আজহার জামিয়া ইসলামিয়া বাংলাদেশ মাদ্রাসা, কুমিল্লা থেকে জিপিএ-৪.৭২ অর্জন করে দাখিল সম্পন্ন করেন এবং বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী থেকে জিপিএ-৫ অর্জন করে আলিম সম্পন্ন করেন। তিনি বর্তমানে কাজাখস্তানের সাতবায়েভ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগে ২০২৪-২০২৫ সেশনে পড়াশোনা করছেন।

২০২৪-২০২৫ সেশনে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়েছেন মামুন 

মামুন বেড়ে উঠেছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে। তার বাবার নাম মো. ইসমাইল এবং মায়ের নাম মোসা. হনুফা বেগম। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। 

শিক্ষাজীবনের চ্যালেঞ্জ ও উচ্চশিক্ষার পথচলার বিষয়ে মামুন বলেন, আমার পরিবার শুরু থেকেই পড়াশোনার ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিল। বিশেষ করে, আমার বাবা আমাকে সর্বদা শিক্ষার প্রতি অনুপ্রাণিত করেছেন। তবে, মাদ্রাসা শিক্ষার পটভূমি থেকে আসার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তুলনামূলকভাবে কম এবং সরকারি পর্যায়ে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না।

এইচএসসি সম্পন্ন করার পর উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার জন্য আমি একাধিক স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম, কিন্তু বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলাম। এক পর্যায়ে হতাশ হয়ে পড়লেও আমার পরিবার ও প্রিয় বন্ধু মো. রাশিদুল ইসলাম আমাকে মানসিকভাবে অনেক সহায়তা করেছে। পরবর্তীতে, আমি কাজাখস্তানের Satbayev University-তে ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাই। 

বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য কাজাখস্তানের Satbayev University একটি দারুণ সুযোগ হতে পারে—বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য সরকারি স্কলারশিপ খুঁজছেন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হলেও, সঠিক প্রস্তুতি নিলে এবং যথাযথ গাইডলাইন অনুসরণ করলে কাজাখস্তানের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পড়াশোনা করা সম্ভব।

তিনি আরও বলেন, যারা Satbayev University-তে আবেদন করতে আগ্রহী, তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন এবং সরকারি স্কলারশিপের সুযোগ কাজে লাগান।

প্রসঙ্গত, সাতবায়েভ ইউনিভার্সিটি (Satbayev University), কাজাখস্তানের অন্যতম প্রধান ও প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি কাজাখস্তানের আলমাটি শহরে অবস্থিত। এটি মূলত ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি এবং প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস ১৯৩৪ সালে শুরু হলেও এটি তার বর্তমান সাতবায়েভ ইউনিভার্সিটি নামটি পায় ২০১৮ সালে। যেটি কাজাখস্তান সরকার কর্তৃক বিখ্যাত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ লিওনিদ সাতবায়েভ এর নাম অনুসারে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি কাজাখস্তানসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম প্রদান করে এবং এখানে উচ্চতর গবেষণা ও উন্নত প্রযুক্তির দিকেও গুরুত্ব দেওয়া হয়।