১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬

বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

চীনে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয় সম্পর্কে

উচ্চশিক্ষার জন্য চীন এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। দেশটির বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, আধুনিক গবেষণার সুযোগ, তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা এবং সরকারি বৃত্তির সহজলভ্যতা শিক্ষার্থীদের আকর্ষণ করছে। উচ্চশিক্ষার জন্য চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী স্বীকৃত। সরকারি ও বেসরকারি পর্যায়ে স্কলারশিপের সুবিধা ও অত্যাধুনিক গবেষণার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীনে পড়াশোনার প্রতি আকৃষ্ট করছে। 

আপনি যদি চীনে উচ্চশিক্ষার কথা ভাবেন। তাহলে জেনে নিন চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। 

১. সিংহুয়া ইউনিভার্সিটি (Tsinghua University)

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সিংহুয়া ইউনিভার্সিটি বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে থাকা অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ে এটি এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়।

২. পিকিং ইউনিভার্সিটি (Peking University)

১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সামাজিক বিজ্ঞান, ব্যবসা, চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আদর্শ।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, বছরে দেবে সাড়ে ১২ লাখ টাকা

৩. ফুদান ইউনিভার্সিটি (Fudan University)

সাংহাইয়ের এই বিশ্ববিদ্যালয় চীনের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষার বিভিন্ন কোর্স, বিশেষত এমবিএ ও মেডিকেল প্রোগ্রামের জন্য জনপ্রিয়।

৪. ঝেজিয়াং ইউনিভার্সিটি (Zhejiang University)

চীনের ‘আইভি লিগ’ বলে পরিচিত C9 লীগভুক্ত এই বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষস্থানীয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের বিশেষ সুযোগ প্রদান করে।

৫. সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি (Shanghai Jiao Tong University)

সাংহাইতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কম্পিউটারবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবসায় প্রশাসনে বিশেষ সুবিধা প্রদান করে এই প্রতিষ্ঠানটি।

৬. নানজিং ইউনিভার্সিটি (Nanjing University)

চীনের অন্যতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এটি। প্রাকৃতিকবিজ্ঞান, গণিত, কম্পিউটারবিজ্ঞান এবং সাংবাদিকতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি অন্যতম সেরা গন্তব্য।

আরও পড়ুন: ফুলব্রাইট স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

৭. হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Huazhong University of Science and Technology-HUST)

এই বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল, বায়োমেডিক্যাল সায়েন্স ও তথ্যপ্রযুক্তির জন্য বিখ্যাত। এটি বিদেশি শিক্ষার্থীদের জন্য চায়না গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার সুযোগ দেয়।

৮. সান-ইয়াত-সেন ইউনিভার্সিটি (Sun Yat-sen University)

গুয়াংজু শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইন, ব্যবসা, ওশানোগ্রাফি এবং চিকিৎসাবিজ্ঞানে উচ্চমানের শিক্ষা প্রদান করে।

৯. হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি (Harbin Institute of Technology-HIT)

বিশ্বব্যাপী স্বীকৃত এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যারোস্পেস, রোবোটিক্স ও যন্ত্র প্রকৌশলের ক্ষেত্রে চীনের অন্যতম সেরা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি করুন চীনে, লাগবে না আইইএলটিএস

১০. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, শেনজেন (CUHK-Shenzhen)

এই বিশ্ববিদ্যালয়টি ব্যবসা, অর্থনীতি, কম্পিউটারবিজ্ঞান ও ডাটা সায়েন্সের ক্ষেত্রে বিশেষায়িত। এটি ইংরেজিভাষী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ প্রদান করে।