কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিন, থাকছে রাজকীয় পুরস্কার ও ইংল্যান্ড ভ্রমণের সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ সৃজনশীল রচনা প্রতিযোগিতাগুলোর একটি, যেখানে প্রতিবছর কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫-এর আবেদন গ্রহণ। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত সব দেশের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মে ২০২৫।
দুটি ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণের সুযোগ—একই সঙ্গে লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, যেখানে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে।
এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের অন্যতম একটি উপায় হচ্ছে এই সৃজনশীল রচনা লেখা।
ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজন করে থাকে এই সৃজনশীল রচনা প্রতিযোগিতার। কমনওয়েলথভুক্ত ৬৫ দেশের একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক এটি।
১. জুনিয়র ক্যাটাগরি
*বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম);
*রচনার বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
*রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৭৫০ হতে পারবে;
জুনিয়র ক্যাটাগরির জন্য টপিক লিস্ট
১. “Together, we represent a third of humanity, with all the splendidly diverse complexity that this entails.” - His Majesty King Charles. Learning new information can take us on journeys to new places. Write about a time you learned something interesting about a different Commonwealth country from your own.
২. Commonwealth states range from small island nations like Nauru to larger countries like India. Write an account of a sea voyage from one Commonwealth country to a small island Commonwealth nation. What do you see, who do you meet?
৩. You embark on a very special journey when you discover a secret door that takes you into your favourite book! What happens next?
৪. October 2024 saw Commonwealth leaders travel to Samoa for the 2024 Commonwealth Heads of Government Meeting (CHOGM). Imagine what an animal CHOGM would look like! Which animals travel there? What do they discuss?
২. সিনিয়র ক্যাটাগরি
*বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম);
*রচনার বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
*রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ১৫০০ হতে পারবে;
সিনিয়র ক্যাটাগরির জন্য টপিক লিস্ট
১. Equal access to education is enshrined in the Commonwealth Charter as one of the key values and aspirations that unite the Commonwealth. While the Commonwealth has come a long way on the journey towards this, there is still progress to be made. Imagine a Commonwealth in which everyone has the same access to education.
২. National legends and folklore can take us on a journey through history and culture. Retell a famous folklore from your own or another Commonwealth country in a surprising way.
৩. "Human beings have always needed the connection of literature – its wisdom as well as its sheer escapism.” - Her Majesty Queen Camilla. Books can take us on journeys to the wildest and most unexpected places! Write about a time a book took you on a journey; how did it affect you?
৪. From tiny seeds to large redwoods, trees and plants experience changes and growth throughout their life cycles. Write a story about the life journey of a plant growing in the centre of your community; what does it experience?
আবেদন যেভাবে—
অনলাইনে রচনা জমা দিতে হবে। এক জনের (Individual) অথবা একাধিক জনের (Group Submission) রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে এবং অনলাইনে রচনা জমা দিতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ মে ২০২৫।