ফরম পূরণের ফি কমানোর দাবিতে রাজশাহী কলেজে বিক্ষোভ
রাজশাহী কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ অভিযোগে বৃহস্পতিবার ( ৬ মার্চ) বেলা ১১ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
এ সময় ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষের রুমে ঢুকে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, কলেজের অধ্যক্ষের কাছে ফরম ফিলাপের ফি কমানোর জন্য স্মারকলিপি জমা দিয়েছিলাম। কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি। উল্টো বলেছেন যে আগামীবার থেকে আরো বেশি টাকা আদায় করা হবে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান বলেন, অধ্যক্ষ ফরম ফি কমানোর বিষয়ে আমাদের আশ্বস্ত না করায়, আমরা এই রেজার মধ্যে বিক্ষোভ করছি।ফরম পূরণের জন্য আমাদের যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে সেটি অযৌক্তিক।
এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, আমরা কোন অতিরিক্ত ফি নিচ্ছি না, আমাদের যেটা নেওয়া দরকার আমরা সেটাই নিচ্ছি।
উল্লেখ্য এর আগে রাজশাহী কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরদিন আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে দেখা যায়, রাজশাহী কলেজের প্রায় সবগুলো বিষয়ে ৭,৫৯১ টাকা থেকে ৯,১৭১ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রংপুর কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকার মধ্যে রাখা হয়েছে। এছাড়া রাজশাহী সরকারি সিটি কলেজেও ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।