ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজর অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এসময় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাহাদ বলেন, 'কোন কারণ ছাড়াই সাইন্সল্যাব থেকে আমাকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। আমার চোখে আঘাত লেগে রক্ত জমে গিয়েছে।'
সিটি কলেজের শিক্ষার্থী আবরার বলেন, 'ঢাকা কলেজের সামনে আমাকে অতর্কিতভাবে কিল-ঘুষি মারে। এই কলেজের এক ভাই আমার সেইফটির জন্য ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসেন।'
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'কোন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সেটা বলতে পারছি না। তবে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে এসেছি।'