খুবিতে আজ থেকে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাকোর্স সম্পন্ন উপলক্ষ্যে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এদিন সকাল সাড়ে ৯টায় মিনিটে এ উৎসবের উদ্বোধন করা হবে।
পরে সকাল ১০টায় রঙ উৎসব এবং বিকেল ৩টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: জবিতে যাত্রা শুরু করছে ‘মার্শাল আর্ট ক্লাব’
এদিন বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়েছে।