খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইবিতে মানববন্ধন
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে সেরা ঢাবি, দ্বিতীয় নর্থ সাউথ
মানববন্ধনে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ। এ সময় সংগঠনটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবসহ জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।