১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

‘কেমন পিএসসি চান’—তরুণদের সঙ্গে আলোচনা করবে প্রশাসন

প্রতীকী ছবি

তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এ সভা হওয়ার কথা  রয়েছে। সভায় ‘কেমন পিএসসি চান’ তরুণরা সে বিষয়ে মতামত নেবে পিএসসি। 

পিএসসি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, তরুণদের কারণে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়েছে। তাই তরুণদের ভাবনা নিয়ে পিএসসি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চায়। এজন্য কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবে। সভায় পিএসসির কোন বিষয়গুলোর যৌক্তিক সংস্কার করা প্রয়োজন সে বিষয়েও মতামত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার পিএসসিতে তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। সভায় চলমান তিনটি বিসিএসের অর্থাৎ ৪৪তম, ৪৫ এবং ৪৬তম বিসিএসের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। সভায় পাওয়া মতামতগুলো পরবর্তীতে কমিশনের সভায় আলোচনা করে যৌক্তিক সংস্কার করা হবে।’