১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮

৪৭তম বিসিএসের আবেদন শুরুর নতুন তারিখ নিয়ে যা জানা গেল

সরকারি কর্ম কমিশন

সরকারি চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি না করায় আবেদন শুরুর ঠিক একদিন আগে ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ স্থগিত করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গতকাল বুধবার আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের রোববার নতুন করে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হতে পারে।

এ বিষয়ে পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা  এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শুরুর বিষয়ে কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবারের মধ্যেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের আবেদন শুরুর বিষয়ে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা আলোচনা করবেন। এর কবে থেকে আবেদন শুরু করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: একবার প্রিলি-লিখিত পাস করলেই তিনবার ভাইভার সুযোগ, নতুন চিন্তা পিএসসির

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘আজ বৃহস্পতিবার থেকেই আবেদনগ্রেহণ শুরুর বিষয়ে চেষ্টা করা হবে। তবে আগামীকাল শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার (১৫ ডিসেম্বর) থেকে আবদেনগ্রহণ শুরু হতে পারে। কেননা আবেদনগ্রহণে কোনো ত্রুটি দেখা দিলে সাপ্তাহিক বন্ধের দিন তা সমাধান করা কঠিন হবে। সেজন্য রোববার থেকে আবেদনগ্রহণ শুরু হতে পারে।’

গত ২৮ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরুর কথা জানানো হয়েছিল।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সাধারণ ক্যাডারে ৬২৭, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।