০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

নন-ক্যাডার নিয়োগ বিধি বাতিল প্রসঙ্গে যা জানালেন পিএসসি চেয়ারম্যান

অধ্যাপক মোবাশ্বের মোনেম

বিসিএসের নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে চিন্তাভাবনা করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএসের মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হন, তারা সবাই মেধাবী। তবে পদ স্বল্পতার কারণে সবাইকে ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয় না। এই প্রার্থীদের যদি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের জন্যই উপকার হবে।

আরও পড়ুন: একবার প্রিলি-লিখিত পাস করলেই তিনবার ভাইভার সুযোগ, নতুন চিন্তা পিএসসির

তিনি আরও বলেন, নন-ক্যাডার নিয়োগের বিদ্যমান বিধির কারণে বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগ বঞ্চিত হচ্ছেন। তবে উত্তীর্ণ সবাই যাতে অন্তত নন-ক্যাডার পায় সে চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত চাকরিপ্রার্থীদের ভালো খবর দিতে পারবো।