ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিইউএইচএস শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হয়ে র্যালি বের করে। র্যালিটি বিইউএইচএস হতে দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এসে র্যালি শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উক্ত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে র্যালিতে অংশ গ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রম দা রিভার টু দা সি’ লেখা ব্যানার বহন করে এবং ‘চিলড্রেন ডাই, ক্যান ইউ হিয়ার? জাসটিস নাউ, মেইক ইট ক্লিয়ার’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’- সহ বিভিন্ন লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়। র্যালি শেষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের এ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ কুমার সেন গুপ্ত, অকুপেশনাল এন্ড এনভাইরনমেন্টাল হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ হাসান ফারুকী, এপিডেমিয়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মজিবুর রহমান ও প্রক্টর ডা. নাসরীন নাহার সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা গাজায় ইসরাইলী দখলদার বাহিনীর পাশবিক হত্যাকাণ্ড, নির্যাতন ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। তারা নিরীহ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।