২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে মতবিনিময়

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে মতবিনিময়

কুমিল্লার সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দমুখর পরিবেশে একাডেমিক অর্জন উদযাপন ও অর্থবহ আলোচনায় অংশ নেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপি আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার উৎকর্ষতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন কুমিল্লা-ফেনী অঞ্চলে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ। 

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর সেক্রেটারি জেনারেল ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের পরিচর্যা এবং উচ্চশিক্ষা খাতে একটি শক্তিশালী কমিউনিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন। 

সভায় অবকাঠামোগত উন্নয়ন প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং স্থায়ী ক্যাম্পাস স্থাপনে সরকারি সহায়তার জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। যা টেকসই এবং উচ্চমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এ. আর. কাইজার, ট্রাস্টি সদস্য ড. এএসএমটি উল্লাহ, রেজিস্ট্রার ড. ফারহাতুল ইসলাম, ব্রিটানিয়া ইউনিভার্সিটি এর ট্রেজারার ড. মিজানুর রহমান, সিসিএন ইউনিভার্সিটি ট্রাস্টি সদস্য ইফতেখারুল ইসলাম, উপাচার্য ড. মোঃ শাহ জাহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যালয়ের পরিচালক বেলাল আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ এর জনসংযোগ বিভাগের প্রধান এএইচএম তুহিন ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রথম পর্বের অনুষ্ঠানে বিদায়ী স্নাতকদের সম্মাননা এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পিঠা উৎসবে শিক্ষার্থীরা দেশীয় নানা স্বাদের পিঠা-পুলি প্রদর্শন ও অতিথিদের আপ্যায়ন করে।