০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৫

এআইইউবি-তে ফিলিপ সি. জেসাপ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-তে অনুষ্ঠিত হয়েছে ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর নবম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল জনাব মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ইলসা চ্যাপ্টার্স বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর নূরান চৌধুরী।

ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।

বাংলাদেশ কোয়ালিফাইয়িং পর্ব বর্তমানে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম যোগ্যতা পর্ব হিসেবে স্বীকৃত। এবছর প্রতিযোগিতায় ৪৪টি বিশ্ববিদ্যালয়ের দল এবং ৪টি পর্যবেক্ষক দল অংশ নিচ্ছে, যা বাংলাদেশের আইন শিক্ষার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।

২০২৫ সালের বাংলাদেশ কোয়ালিফাইং পর্ব আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি) এবং হার্থ বাংলাদেশ।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন এআইইউবি-এর রেজিস্ট্রার, প্রক্টর, ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা।