নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ইমাম-উজ-জামান, বীর বিক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এনএসইউ'র উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এনএসইউ'র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম বলেন, যারা স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছেন আজ আমরা তাদের স্মরণ করছি। আমাদের নিশ্চিত করতে হবে যেন স্বাধীনতা আমাদের হাতছাড়া না হয়। আমাদের শিক্ষার্থীরা কেবল অতীত সম্পর্কে নয়, জাতির ভবিষ্যত গঠনে যেন তারা অবদান রাখতে পারে সেজন্য তাদের গড়ে উঠতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এনএসইউ'র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ বলেন, বিজয় দিবস আমাদের সবার জন্য গভীর তাৎপর্যপূর্ণ। এটি আমাদের মুক্তিযোদ্ধাদের সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগকে সম্মান জানানোর দিন।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে মেজর জেনারেল (অব.) ইমাম-উজ-জামান বলেন, একজন গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে আমি তরুণদের বিজয় দিবসের মর্মবাণী অনুধাবন করার আহ্বান জানাচ্ছি। আমাদের একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, আদর্শ ও বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হবে।