খালেদা জিয়াকে বরণ

এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যে সড়কে না নামার অনুরোধ মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © সৌজন্যেপ্রাপ্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) করে দেশে ফিরবেন তিনি। খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত বিএনপি ও তার নানা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার (৫ মে) বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষা থাকবে। এজন্য বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে আজ বলেছেন, ‘কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি আমি অনুরোধ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আমি অনুরোধ করছি।’


সর্বশেষ সংবাদ