গোবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি
৫ আগস্টের আগে ছাত্রদলের কোনো কার্যক্রম ছিল না গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন অনেকে। তাদেরর কার্যক্রম গতিশীল করার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুর্জয় শুভ। সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২৭ বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টায় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
৫৪ সদস্য বিশিষ্ট কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতিসহ ১৯ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ-দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ-প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাহমুদুল হাসান রাকিব, সহ-সভাপতি হিসেবে মো. আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, তামজিদ হোসেন, মোছা. শাম্মী আক্তার, রিনেট আলী, তানভীর আহমেদ, রাসেল রায়হান, রুবেল মন্ডল, জেম ইয়াসিন অরিন, শাহীন আলম, শেখ মেহেদি হাসান সাকিব, খলিল আহম্মেদ, সোহাগ মধু, রাজিব আহম্মেদ, সবুজ হোসেন, আলাউল হক, শফিকুল আলম ও আনোয়ার হোসেন রহিম উল্লাহ বাদশা স্থান পেয়েছেন।
সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক হয়েছেন শাহরিয়ার গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলাম, ইনজামাম রাশু, মো. শফিকুল ইসলাম, জাকারিয়া মাহামুদ শিপলু, নুর জামাল, শান্ত চৌধুরী, মো. তৌফিক রহমান আকাশ, মো. শাহাজান ইসলাম, মো. সাইদুল্লাহ, মোহাইমিনুর রহমান প্রিন্স ও রাকিব হোসাইন।
আরো পড়ুন: শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত, সম্পাদক নাঈম
সাংগঠনিক সম্পাদক হিসেবে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন মো. ফারুক খন্দকার। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাকিম হোসাইন, দপ্তর সম্পাদক তকী ইয়াসির (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা), সহ-দপ্তর সম্পাদক হিসেবে নাহিদ রাব্বি, প্রচার সম্পাদক হিসেবে নাহিদুর রহমান সাকিব (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে শাফিউল ইসলাম শামিম নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের অধিকার ও চাওয়া-পাওয়া নিয়ে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জাতির সেবক হিসেবে নিজেকে অগ্রভাগে দাড় করাব, এই ব্রত নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম।’
গত ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে ২৪৫ জন সদস্যর প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি হিসেবে দুর্জয় শুভ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়েছিলেন।