চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি হাসনাতের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম।’
তিনি আরো বলেন, ‘আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।’
এর আগে, টেলিভিশনটির লাইভ চলাকালীন সময়ে অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।