নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সিদ্ধান্ত, গণবিজ্ঞপ্তি জারি আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।
রবিবার (৯ মার্চ) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানিয়েছে, সোমবার নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।
সূত্র জানায়, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে আরেক ধাপ এগিয়ে গেল কমিশন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য অনিবন্ধিত দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে হলে এ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দল নিবন্ধনের সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রায় তিন মাস সময় লেগে যাবে।
সূত্রটি আরও জানায়, যদিও নতুন দল নিবন্ধন দিতে আরপিও সংশোধনের সুপারিশ করেছিল নির্বাচন সংস্কার কমিশন। সুপারিশে দল নিবন্ধনের শর্ত শিথিল করার সুপারিশ করা হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে—এ কারণে বিদ্যমান আইন অনুসরণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তবে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা পরে বাস্তবায়ন করবে কমিশন।
প্রসঙ্গত, বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে ৫৪টি রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন।