০৯ মার্চ ২০২৫, ১৯:৪০

অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে বললেন আখতার

প্রতীকী ছবি

ধর্ষণের বিরুদ্ধে সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেছেন, ‘নারীদের প্রতি যে কোনো হয়রানি ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।’

আজ রবিবার (৯ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়। ৎ

এর আগে সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। 

এদিকে যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আজ রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পরে সচিবালয়ে তিনি ব্রিফিংয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষে থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।

আসিফ বলেন, সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।