বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক
বঙ্গোপসাগরীয় সাত দেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। চুক্তির মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্রপথে বাণিজ্য ও পরিবহন সুবিধা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করা।
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তৃতায় বিমসটেক জোটের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি গঠন এবং সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বিশেষভাবে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা ও ফলপ্রসূ সহযোগিতার ওপর জোর দেন।
এছাড়া, তৌহিদ হোসেন রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১২ লাখ রোহিঙ্গার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।