ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদি
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালেও তার শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির না থাকা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ট্রাম্প-মোদির সেই আগের বন্ধুত্বে ফাটল ধরেছে?
সোমবার (২০ জানুয়ারি) আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ইউ ক্যাপিটালের ওয়েস্ট ফ্রন্টে হবে শপথ অনুষ্ঠান।
আরও পড়ুন: মোদির ডিগ্রি নিয়ে বিতর্ক, যা বলছে দিল্লি বিশ্ববিদ্যালয়
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়।
এছাড়াও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম। এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে ওয়াশিংটনে বেইজিং দূতাবাস থেকে এখনো আমন্ত্রণপত্র পাওয়া না–পাওয়ার বিষয়টি কিংবা সি সাড়া দিয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি।