অবসরে যাওয়া সেই ড. রিয়াজুলকেই এনসিটিবির দায়িত্ব দিল সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

সম্প্রতি অবসরে যাওয়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানকে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক রিয়াজুল হাসানের অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে ২৭ জানুয়ারি ২০২৫ থেকে ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত এনসিটিবির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর শর্ত অনুযায়ী তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না।
এর আগে গত রোববার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে অধ্যাপক রিয়াজুলকে অবসরে পাঠানো হয়। তবে মাত্র দুই দিনের ব্যবধানে তাঁকে আবারও এনসিটিবির চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হলো।
অধ্যাপক রিয়াজুল হাসান ২০২৩ সালের ৩১ আগস্ট প্রেষণে এনসিটিবির চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছিলেন। এর আগে তিনি এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক রিয়াজুল হাসানের কর্মজীবনে বিভিন্ন উত্থান-পতন লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ সরকারের সময় তাঁকে এনসিটিবির সদস্য পদ থেকে সরিয়ে ওএসডি করা হয় এবং পরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে বদলি করা হয়।
সরকার পরিবর্তনের পর ২০১৯ সালের ১৯ আগস্ট এনসিটিবির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকার অধ্যাপক রিয়াজুলকে এনসিটিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়।