০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

পরিবার পরিকল্পনার ডিজি হলেন এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজম।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজমকে তার নামের পাশে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে।

অপর এক আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।