০১ মার্চ ২০২৫, ২০:৩৫
সাবেক ছাত্রদল নেতার আত্মহত্যা
বরিশালে আবু সুফিয়ান নামে ছাত্রদলের এক সাবেক নেতা আত্মহত্যা করেছেন। শনিবার (১ মার্চ) দুপুরে নগরীর ভাটিখানা পান্থ সড়ক নিজ বাসায় বিষপানে আত্মহত্যা করেন তিনি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আবু সুফিয়ান নগরীর ভাটিখানার জলিল হোসেনের ছেলে ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
এ বিষয়ে ওসি নাজমুল নিশাত বলেন, ‘পরিবারের সদস্যরা সুফিয়ানের বিষ খাওয়ার বিষয়টি টের পেয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তবে কী কারণে আবু সুফিয়ান বিষপান করেছেন তা জানাতে পারেননি তিনি।’