মাদক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওরস প্যান্ডেলে হামলা, অগ্নিসংযোগ
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে পীর রহিম শাহ ভাণ্ডারীর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে ওরসের নামে অসামাজিক কার্যকলাপে অভিযোগ তুলে একটি লাঠি মিছিল বের করে মাজারে যায়। পরে মিছিল থেকে মাজারে হামলা, ও ওরসের প্যান্ডেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এই মাজারে ওরসের নামে গান-বাজনা, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ চলে। বহুবার এ বিষয়ে আপত্তি জানানো হলেও তা বন্ধ করা হয়নি। প্রতিবছর ২ থেকে ৪ মার্চ তিন দিনের বাৎসরিক ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ।
এর প্রতিবাদেই এদিন বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে। মাজারে পৌঁছে তারা ওরসের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ‘মাজারে হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’