দিনাজপুরে বিএনপি কার্যালয়ে আগুন

বিএনপি কার্যালয়ে আগুন
বিএনপি কার্যালয়ে আগুন

দিনাজপুরে কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল (৩১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কার্যালয়টি পরিদর্শন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

বি

তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।

কাহারোল থানা অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত তদন্ত চলছে, খুব দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ