ঢাকায় ফিরেছেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে গঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিকেল ৪টায় জনগণের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আন্দোলনরত ছাত্র-জনতাকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান। 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন । এ মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য কাজ করছি।

এর আগে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার (৫ আগস্ট) দুপুরে ২টার পর তিনি এ ঘোষণা দিয়েছেন। আসিফ মাহমুদ বলেন, ‘সবাই শাহবাগে আসুন, কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কোনো প্রকার সামরিক শাসন আমরা মানব না। জনতার ঘোষণা দেওয়া হবে কেন্দ্রীয় সমাবেশ থেকে।’


সর্বশেষ সংবাদ