পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বিকেলে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি (৮) ও ইশা (৬)। তাড়াশ পৌরসভার কাউন্সিলর রব্বেল আলী এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হযরত আলীর দুই মেয়ে বিকেলে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে নামে। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, হাসপাতাল নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।