সমুদ্রে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৪ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. মেহরাজ হোসেন রাব্বি (১২) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ-পাহাড়িকা আবাসিক এলাকার মো. আলমগীর মামুনের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম।
জানা যায়, বায়েজিদ এলাকা থেকে ২৫-৩০ সদস্যের একটি বন্ধু গ্রুপের সঙ্গে পতেঙ্গা সৈকতে বেড়াতে এসেছিল রাব্বি। বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যায় রাব্বি। এরপর খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেলে সাগরে ভাসতে দেখে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।