বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০১:৫৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৭ AM

চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বুধবার (২ আগস্ট) বিকেল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। একদফা আন্দোলনের কোনো কর্মসুচী নিয়েও কথা বলতে পারেন তিনি।
গতকাল রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল।