বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে আদালতের আদেশ

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে আদালতের আদেশ
বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে আদালতের আদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যগুলো কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মন্ত্রীপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ নির্দেশনা জারি করেছেন।

একইসাথে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে পর্যবেক্ষণ করতেও বলেছেন হাইকোর্ট। আর আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় অডিও-ভিডিও যদি থাকে; তা আদালতে হলফ আকারে প্রদানের নির্দেশ দিয়েছেন। সবাইকে আগামী ৪ জুন রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ দিন আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।


সর্বশেষ সংবাদ